চোখের আড়াল হবেনা রাইড শেয়ারিং এ দেয়া গাড়িটিও
রাইড এ দেয়া আপনার গাড়িটি হয়তো সারাক্ষণই ছুটে বেড়ায় শহরের এই প্রান্ত হতে ও প্রান্তে। আর তাই আপনার দুশ্চিন্তাও থাকে গাড়িটিকে নিয়ে। তবে ইজিট্র্যাক্স এর ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে এখন আপনি সার্বক্ষণিক নজর রাখতে পারবেন আপনার গাড়িটির উপর। গাড়ির লোকেশন, গতি জেনে নেওয়া ছাড়াও ইজিট্র্যাক্স এর এই ট্র্যাকিং ভিভাইসের ফিচারে থাকছে-
– মোবাইল বা পিসি দিয়ে দেখা যাবে গাড়ির লাইভ লোকেশন
– ইন্জিন অন অফ অ্যালার্ট (ইন্জিন অন কিংবা অফ হলে সাথে সাথে অ্যালার্ট চলে আসবে মোবাইল বা পিসি তে )
– স্পীড অ্যালার্ট (গাড়ি কতো গতিতে চলছে সেটা অ্যালার্ট করে জানিয়ে দেয়া হবে)
– ব্যাটারি ডিসকানেকশন অ্যালার্ট (ব্যাটারি কেউ খুলে নিয়ে গেলে সাথে সাথে অ্যালার্ট চলে আসবে)
– জিওফেন্স (নির্দিষ্ট একটি এ্যারিয়ার লোকেশন সেট করে রাখা যাবে এবং গাড়ি সেই এ্যারিয়ার ভেতরে প্রবেশ করলে কিংবা বের হলে সাথে সাথে মোবাইল বা পিসি তে অ্যালার্ট চলে আসবে)
– মেইন্টেনেন্স অ্যালার্ট (গাড়ি মেইন্টেনেন্স কখন করতে হবে তা সেট করে রাখুন। সময় হয়ে গেলেই ভিভাইস আপনা আপনি অ্যালার্ট দিয়ে জানিয়ে দিবে আপনার গাড়ির মেইন্টেনেন্স করার সময় হয়েছে)
– নাইট টাইম ড্রাইভিং (যে সময়টাতে গাড়ি বের হবার সম্ভাবনা সেই নিদিষ্ট সময়টি আপনি অ্যাপ এ সেট করে রাখতে পারবেন। যদি কোনো কারনে ওই সময়ে গাড়ি বের হয় তখন আপনাকে তাৎক্ষনিক অ্যালার্ট করা হবে)
– লাইভ ট্রাফিক আপডেট
– মোবাইলে সার্বক্ষণিক পুশ নোটিফিকেশন
– গুগল স্ট্রিট ভিউ
অ্যাপল কিংবা এন্ড্রয়েড দুটো দিয়েই ট্র্যাক করা যাবে গাড়ি
গাড়ির জন্য এই ডিভাইসটির মূল্য ৪০০০ টাকা এবং মাসিক সাবস্ক্রিপশন ফি ৫০০ টাকা।
অর্ডারের জন্য সাবস্ক্রাইভ করুন এখনি।
বিস্তারিত জানার জন্য কল করুনঃ 917061711111